ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

সাংবাদিক মাহমুদের ওপর হামলাকারীদের গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩০, ১৭ জানুয়ারি ২০২০

সাংবাদিক মাহমুদ হোসাইনের ওপর হামলার ঘটনায় এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সংবাদকর্মীরা। আগামী ৭ দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ডিএমপি কমিশনার, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা, স্মারকলিপি, গণস্বাক্ষর কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ‘প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর রাতের অন্ধকারে হামলা হয়েছে। দুঃখজনক হলেও সত্যি যে, হামলার ঘটনায় রাতেই মামলা হলেও চিহ্নিত অপরাধীদের কাউকে গত এক সপ্তাহেও খিলগাঁও থানা পুলিশ গ্রেফতার করেনি। এছাড়া সিএমপি কমিশনার আসামির পক্ষ নিয়ে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।’

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম বলেন, ‘এর আগে আমরা হেলমেট বাহিনী কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা হতে দেখেছি। কিন্তু বিচার তো দূরে শনাক্তকৃত কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করেনি। এই যে বিচারহীনতা, সাংবাদিক নির্যাতনের পর আসামিদের পার পাওয়া তা পুলিশ প্রশাসন কোনোভাবেই দায় এড়াতে পারে না। বরং এবার সাংবাদিক মাহমুদ হোসাইনের ওপর হামলায় খোদ সিএমপি কমিশনার আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আসামি তার আত্মীয় বলে তার পক্ষ নিয়েছেন।’

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য বাতেন বিপ্লব বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠায় সমাজের অন্যায়গুলো তুলে ধরায় অনেকবারই নির্যাতন চালানো হয়েছে অনুসন্ধানী সাংবাদিকদের। কিন্তু বিচার মেলেনি। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, চ্যানেল নাইনের সিনিয়র রিপোর্টার তাইমুর হাসান শুভ, মীর্জা রুমন, মোস্তাফিজুর রহমান সুমন, মিঠুন চৌধুরী, উজ্জল হোসেন জিসান, জসিম উদ্দিন মাহির ও সুশান্ত সাহাসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি র‌াত পৌ‌নে ১০টায় রামপুরার ই ব্লকের ৬ নম্বর রোডে চ্যা‌নেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই রাতেই চ্যানেল নাইনে অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রথম পর্ব‌ প্রচা‌রিত হয়। হামলার ঘটনায় রামপুরা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৭।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি