ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

সাংবাদিক রুহুল কুদ্দুস মনি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২৩ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

সাংবাদিক রুহুল কুদ্দুস মনি আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন। রুহুল কুদ্দুস ১৯৮০ সালে সাপ্তাহিক পাবনা বার্তায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। ঢাকায় এসে দৈনিক দিনকাল, বাংলা বাজার পত্রিকা, বাসসসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন।

এক সময় বাংলাদেশ টেলিভিশনে নদী ও পানি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সুখ দুঃখের নদী’ এবং ‘দৈনন্দিন খাবার ও পুষ্টি’ অনুষ্ঠান পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করতেন তিনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মৈত্রী সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন তিনি। 

সাংবাদিক রুহুল কুদ্দুস মনি নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতাদের একজন। ফোরামের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। 
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি