ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক সারোয়ার সুমনের বাবার ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ১২ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দৈনিক সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সময় রাত সাড়ে ১১টায় ও বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় নিউইয়র্কের কনি আইল্যান্ড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।  

মৃত্যুকালে একাত্তরের রণাঙ্গনের এই যোদ্ধার বয়স হয়েছিল ৭১ বছর।

সন্দ্বীপের বাসিন্দা মো. শাহজাহান  এক ছেলে ও চার মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শাহজাহান সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি মরহুম মুন্সী আব্দুল মান্নান সওদাগরের বড় সন্তান।  

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সারোয়ার সুমনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

এছাড়া পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ) সভাপতি শিমুল নজরুল ও সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন আলমগীর।

এছাড়া চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্কের (সিইউজেএন)  সিনিয়র সহ সভাপতি সারোয়ার সুমনের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনটির সভাপতি হামিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সবুর শুভ।

শোক বার্তায় সাংবাদিক নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি