ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সাংবাদিকতায় অ‍্যাওয়ার্ড পেলেন আউয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২২ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২০:৫১, ২২ জানুয়ারি ২০২৩

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন গণমাধ্যমকর্মী আউয়াল চৌধুরী। তিনি এ বছরের ‘সংশপ্তক-২০২২’ অ্যাওয়ার্ড লাভ করেন।

মহান বিজয় দিবস ও শিশু-কিশোর সংগঠন সংশপ্তকের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্তি উপলক্ষে মানবসেবা, চলচ্চিত্র, সংগীত, নাটক ও সাংবাদিকতায় ৯ জন বিশিষ্ট ব‍্যক্তিকে এ অ‍্যাওয়ার্ড প্রদান করা হয়।

বুধবার (২১ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ‍্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আউয়াল চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও টিভি টুডের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির সচিব হাসনাত লোকমান, বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলা টিভির পরিচালক ও অনুষ্ঠান প্রধান ড. দিনাক সোহানী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলিম, হোমটেক ডেভেলপার এন্ড বিল্ডার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এর সভাপতি লায়ন গণি মিয়া বাবুল ও বিশিষ্ট ব্যাংকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. তারেক উদ্দিন।  

অনুষ্ঠানের সভাপত্বি করেন মোসলেম উদ্দিন হাওলাদার। শুভেচ্ছা জ্ঞাপন করেন আমরা কুঁড়ি এর চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন ও মহাসচিব ফেরদৌস আরা বন্যা।

সম্মাননা গ্রহণ করে আউয়াল চৌধুরী বলেন, “যে কোনো স্বীকৃতি অত্যন্ত আনন্দদায়ক। এতে কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আমাকে সম্মাননা প্রদান করায় সংশপ্তক সংশ্লিষ্টদের প্রতি ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আউয়াল চৌধুরীর জন্মস্থান ফেনী জেলার ছাগলনাইয়া থানার কাশীপুর চৌধুরী বাড়ি। দীর্ঘ পনের বছর ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। অনলাইন, পত্রিকা, টেলিভিশন নানা মাধ‍্যমে তিনি কাজ করেছেন। পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে একুশে টেলিভিশনে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি