ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনলাইন সাংবাদিকতার গুণগত মান উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর বিজয়নগরে আয়োজিত এ কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতা, মোজো (মোবাইল জার্নালিজম) রিপোর্টিং এবং নির্ভুল সংবাদ লেখার কলাকৌশল নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে পাঠকের চাহিদা অনুযায়ী যাচাই-বাছাই করে নির্ভূল তথ্য প্রচারের বিষয়ে  আলোচনা হয়। 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের হেড অব ডিজিটাল কামাল শাহরিয়ার এবং কালের কণ্ঠের ডেপুটি হেড অব মাল্টিমিডিয়া রাজীবুল হাসান। তারা অনলাইন পাঠকের চাহিদা, তথ্য যাচাই এবং দ্রুত অথচ নির্ভুল সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল তুলে ধরেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন এবং ভবিষ্যতে পেশাগত জীবনে তা কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন আলোচকরা। 

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা বলেন, ‘সাংবাদিকরা যেন কখনো টাকার কাছে বিক্রি না হন। নীতিহীন সাংবাদিকতা সমাজকে গভীর সংকটে ফেলে দিতে পারে।’ তিনি নৈতিকতা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মানদণ্ড বজায় রেখে সাংবাদিকতার দায়িত্ব পালনের আহ্বান জানান।

ড. রেবেকা সুলতানা আরও বলেন, ‘সাংবাদিকতার টেকনিক্যাল ও নৈতিক দিক, ডিজিটাল যুগের বাস্তবতা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাংবাদিকতার প্রাসঙ্গিকতা বুঝে কাজ করতে হবে।’

এস এম ইমরান আজাদ বলেন, ‘সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে মেধার সর্বোচ্চ প্রকাশ ঘটে। সঠিক বিশ্লেষণ ও তথ্য পরিবেশনের জন্য একজন সাংবাদিককে অবিরাম পড়াশোনা ও জ্ঞানচর্চা করতে হয়। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং এক কাজ।’

অনলাইন নিউজ পোর্টাল 'সময়ের দৃষ্টি'র উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সময়ের দৃষ্টির প্রকাশক এস এম ইমরান আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম আকাশ।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি