ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল আকিজ প্লাস্টিকস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৫ সেপ্টেম্বর ২০২২

দেশের শিল্পখাতের উৎপাদন শিল্পে অসামান্য অবদান এবং বিশ্বমান বজায় রেখে পণ্য উৎপাদন করার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট প্লাস্টিক ম্যানুফ্যাকচারার ইন বাংলাদেশ’ ক্যাটাগরিতে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২২ পেয়েছে আকিজ প্লাস্টিকস লিমিটেড। 

আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, সিআইপি গত ২২ সেপ্টেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে এই পুরস্কার নেন। 

আকিজ প্লাস্টিকস হাউসহোল্ড, আসবাবপত্র, ইউপিভিসি পাইপস এবং ফিটিংস এর পণ্য উৎপাদন করে থাকে।

একই সাথে দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেখ নাসির উদ্দিন, সিআইপিকে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিটের ‘হল অফ ফেম’ এ স্থান দিয়ে সম্মানিত করা হয়।

এর আগে রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আকিজ জুট মিলস লিমিটেড ধারাবাহিকভাবে একাধিকবার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে। এছাড়াও ২০১৭ সাল হতে ২০২০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে সর্বোচ্চ পাট-সুতা রপ্তানিকারক ও সেবা প্রতিষ্ঠান হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্বর্ণ পদক অর্জন ও সর্বোচ্চ সন্মানে সন্মানিত করা হয়।

সেখ নাসির উদ্দিন বলেন, “এ অর্জনে আমরা আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশে উৎপাদিত পণ্যকে আমরা বিশ্বমানের করে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আকিজ গ্রুপ সবসময়ই গুণগত মানে বিশ্বাস করে, তাই পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা বিশ্বমানের গুণগত মান বজায় রাখতে সর্বদা আপসহীন।”

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আকিজ প্লাস্টিকসের এই অর্জনকে দেশের জন্য একটি মাইলফলক হিসাবে অভিহিত করে ধন্যবাদ জানান।

এএইচএস
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি