ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ৩ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ প্রদানের লক্ষ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, বনানী শাখা প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, তেজগাঁও শাখা প্রধান জহিরুল হক, হেড অব কনজ্যুমার ফাইন্যান্স ফিরদাউস বিন জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি’র প্রতিনিধি এম. কামালউদ্দিন চৌধুরী, বোর্ড অব ট্রাস্টি’র উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অবঃ) কাজী ফখরুদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ আবদুল হাকিম, পরিচালক (ফিন্যান্স) মোঃ ওয়াদুদ আহমেদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

দেশে কিংবা বিদেশে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা খাতে সহজ শর্তে অর্থের যোগান নিশ্চিতে ‘স্টুডেন্টস্ সাপোর্ট লোন’ (এসএসএল) চালু করেছে ব্যাংক এশিয়া।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি