ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সাকিবের জোড়া আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ২৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এর আগে সবকটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের দলকে। সিরিজের শেষ ম্যাচে জয়ের প্রত্যয় নিয়ে মাঠে নামে সাকিব বাহিনী। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামলেও শুরুটা মোটেও ভালো হয়নি। স্বাগতিক দুই ব্যাটসম্যান শুরু থেকেই বেশ চড়াও হয়ে ব্যাট করেন। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাঙ্গালিসো মোসেলে খুব একটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিলেন না সাকিব আল হাসানকে। কুইন্টন ডি ককের বদলে সুযোগ পাওয়া এই ওপেনারকে শেষপর্যন্ত বোল্ডই করে দিলেন বাংলাদেশ অধিনায়ক। এরপর জেপি ডুমিনিকেও বোল্ড করেছেন তিনি।

মোসেলেকে সাজঘরে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ২৩ রানের উদ্বোধনী জুটিটি ভেঙেছেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। হাশিম আমলা ৩৪ রান নিয়ে ব্যাট করছিলেন।

এর আগে, পচেফস্ট্রমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। দলপতি সাকিব আল হাসান শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানিয়েছেন। এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন।

আগের ম্যাচে যাচ্ছেতাই বোলিং করা পেসার শফিউল ইসলাম জায়গা হারিয়েছেন। তার বদলে একাদশে ঢুকেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টসে জেতার পর ফিল্ডিং বেছে নেয়ার বিষয়ে বলেছেন, আমার মনে হয় না, এই উইকেটেও বোলারদের জন্য খুব বেশি কিছু থাকছে।

এই উইকেটে টসে জিতলে ফিল্ডিংই নিতেন, জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেপি ডুমিনিও। এই ম্যাচে প্রোটিয়া একাদশে এসেছে দুটি পরিবর্তন। উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের বদলে একাদশে ঢুকেছেন মোসেলে। ডেন প্যাটারসনের পরিবর্তে সুযোগ পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

প্রসঙ্গত, টেস্ট আর ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করতে পেরেছিল বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে প্রথম ম্যাচটি ২০ রানে হেরে যায় টাইগাররা। সফরের শেষ ম্যাচে তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সফরকারিদের। তাতে শেষটায় কিছু নিয়ে দেশে ফেরা যাবে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি