ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সাদা ফ্রেমের বালকটি-ই এখন টেনিসে বিস্ময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ান ওপেনে দক্ষিণ কোরিয়ার টেনিস তারকা চং হায়েন বিস্ময় দেখিয়ে চলছেন। বিশ্বের সবচেয়ে বেশিবার গ্রান্ডস্লামজয়ী সুইস প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে সেমি ফাইনালে ভালই মোকাবেলা করছেন চং হায়েন।

চতুর্থে রাউন্ডে নোভাক জকোভিচকে হারিয়ে তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের সান্ড্রিনকে উড়িয়ে দেন চং। এতেই সেমিতে পৌঁছান তিনি। তবে সেমিফাইনালের ম্যাচটি ইতোমধ্যেই দারুণ জমে ওঠেছে, যদিও রজার ফেদেরার প্রথম সেটে এগিয়ে রয়েছেন।

জীবনে প্রথমবারের মতো সেমি ফাইনাল ওঠেন চং হায়েন । শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনালেও এবারই প্রথম ওঠেন তিনি। ছয় বছর বয়স থেকে চং হায়েন টেনিস খেলছেন। তবে দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে, সাদা ফ্রেমে আটকানো তার চশমা। এই চশমা পরেই খেলা চালিয়ে যান চং হায়েন। বাবা-ভাইয়ের হাত ধরেই টেনিসে পা রাখেন চং।

সুত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি