ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

সাফা ফাউন্ডেশন ডে উদযাপনে আইসিএমএবির ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ২৩ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

সাফা ফাউন্ডেশন ডে উদযাপন উপলক্ষে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর আয়োজনে ‘রুল অব প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস ইন পোস্ট পেডিমিক ইকোনোমিক রিকোভারি; ফোকাস অন ফিনান্সিয়াল মার্কেট’ শিরোনামে একটি ওয়েবিনার গত রবিবার, ২২ আগস্ট, ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এতে প্রধানঅতিথি হিসেবে অংশ নেন। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এবং আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট জনাব এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ ওয়েবিনারে সভাপতিত্ব করেন।

সাফার উপদেষ্টা ও সাবেক সাফা প্রেসিডেন্ট জিয়াউল মোস্তফা এফসিএমএ এবং সাফা ভাইস প্রেসিডেন্টসহ সাফার সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আলোচক হিসেবে অংশ নেন।

আইসিএমএবি প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এফসিএমএ স্বাগত বক্তব্য এবং আইসিএমএবির ট্রেজারার এ কে এম কামরুজ্জামান এফসিএমএ প্রবন্ধ উপস্থাপন করেন। আইসিএমএবি কাউন্সিল সদস্য ও প্রাক্তন সাবেক মো: আব্দুল আজিজ এফসিএমএ অনুষ্ঠানটি সঞ্চালনার ভূমিকা পালন করেন।

আইসিএমএবি সচিব কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন এফসিএমএ ওয়েবিনারে উদ্বোধনী বক্তব্য দেন এবং কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ অংশগ্রহণকারী সম্মানিত বক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি