ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সামান্য ভুল করলে ইসরাইল মানচিত্র থেকে মুছে যাবে: সালামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ২ অক্টোবর ২০১৯ | আপডেট: ২০:৫৪, ২ অক্টোবর ২০১৯

ইসরাইল যদি সামান্যতম ভুল করে তাহলে পৃথিবীর মানচিত্র থেকে তার নাম মুছে যাবে এমন হুশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ সালামি। তিনি বলেন, তার দেশের বিরুদ্ধে ইসরাইল সামান্যতম ভুল করলে এটিই হবে তার সর্বশেষ ভুল।

তিনি বলেন, এরপর দখলদার এ অবৈধ রাষ্ট্রটি বিশ্বের মানচিত্র থেকে পুরোপুরি মুছে যাবে।

আজ বুধবার তেহরানে আইআরজিসি'র হাজার হাজার কমান্ডার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর পার্সটুডে 

সালামি বলেন, জুলুম, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতার বাণী স্থানান্তর করার মাধ্যমে এ অঞ্চলে আমেরিকাকে একঘরে করে ফেলা হয়েছে। 

তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ শক্তি ও সামর্থ ব্যবহার করে ইরানের বাহিনীকে বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী করা হচ্ছে।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি