সারাদেশে চলছে শ্রমিক ফেডারেশনের ডাকে পরিবহণ ধর্মঘট
প্রকাশিত : ০৯:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
সারাদেশে চলছে শ্রমিক ফেডারেশনের ডাকে পরিবহণ ধর্মঘট।
এত বন্ধ আছে দেশের বিভিন্ন জায়গায় বাস চলাচল । যশোর, খুলনা থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও স্বাভাবিক আছে অভ্যন্তরীন রুটের যান চলাচল। রংপুর থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ থাকায় দূর্ভোগের শিকার হয় যাত্রীরা। সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছাড়েনি। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও সিলেটে ধর্মঘট পালন করছে শ্রমিক ফেডারেশন। চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক শিশুক মুনীর সহ ৫জনকে বাস চাপায় হত্যা করার ঘটনায় বাসের ড্রাইভারের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ফেডারেশন।
আরও পড়ুন