ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

সারাদেশে ১০ হাজার এজেন্ট নিয়োগ দেবে ডেল্টা লাইফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ৩ সেপ্টেম্বর ২০১৯

সারাদেশে ১০ হাজারের অধিক এজেন্ট নিয়োগ ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড। খুলনা মহানগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এজেন্ট নিয়োগের এই পরিকল্পনার ঘোষণা দেন ডেল্টা লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান।

দেশের অধিক সংখ্যক জনগোষ্ঠীকে বীমা সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে দেশজুড়ে ১০ হাজারের অধিক নতুন এজেন্ট নিয়োগ দেবে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড। এক্ষেত্রে অনভিজ্ঞ মেধাবী তরুণদের অগ্রাধিকার দেবে ডেল্টা লাইফ। প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে বীমা খাতে দক্ষ জনশক্তি তৈরির প্রয়াসে এই পদক্ষেপ নিতে চলেছে দেশের এই শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ‘ওমেন ইন ইনসিওরেন্স লিডারশিপ’পদকজয়ী ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান বলেন, “বীমা খাতে এজেন্টরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। ভালো এজেন্টরা যেমন বীমা সেবার প্রসারে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম, তেমনি এজেন্টের অভাবে বীমার প্রসার স্তিমিত হয়ে যেতে পারে। পেশা হিসাবে বীমা এজেন্টদের রয়েছে অপার সম্ভাবনা। দেশের বেকারত্ব সংকট নিরসনেও অগ্রণী ভূমিকা রাখতে পারে বীমা খাত। দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান হিসেবে এই খাতে দক্ষ জনবল এবং তরুণদের কর্মসংস্থান তৈরীতে অগ্রণী ভূমিকা রাখার প্রয়াসেই ১০,০০০ এর অধিক বীমা এজেন্ট তৈরির লক্ষ্যে কাজ করবে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড।

পেশা হিসেবে বীমা খাতের সম্ভাবনা তুলে ধরার প্রয়াসে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজনে কাজ করবে ডেল্টা লাইফ ইনসিওরেন্স। সদ্য যোগ দেয়া একজন তরুণ এজেন্ট সহজেই প্রতিমাসে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে সক্ষম হবে। যা পর্যায়ক্রমে এজেন্টের দক্ষতা ও কর্মপরিধির উপর ভিত্তি করেও বৃদ্ধি পাবে। দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফের রয়েছে ৩,৮৭৮ কোটি টাকার শক্তিশালী লাইফ ফান্ড যা বীমাদাবী পরিশোধে কোম্পানিটির সক্ষমতার পরিচায়ক। বিগত বছরগুলোতে গড়ে ৫০০ কোটি টাকার অধিক বীমাদাবী পরিশোধ করে আসছে ডেল্টা লাইফ। দ্রুততম সময়ে বীমাদাবী পরিশোধের ক্ষেত্রেও বিশেষ সুনামের অধিকারী ‘ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি