ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সিরিয়ার উত্তরাঞ্চলে ঘাঁটি নির্মাণ শুরু করেছে তুরস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ১৫ নভেম্বর ২০১৯

কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কয়েক সপ্তাহ পর সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করছে তুরস্ক। ইতিমধ্যে তুর্কী সেনারা কাজ শুরু করে দিয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, হাসাকা প্রদেশের আল-আইন শহরের দক্ষিণ পাশে আল-হাওয়াস এলাকায় ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। ঘাঁটি নির্মাণের আগে তুরস্কের সেনা এবং তাদের সিরিয় মিত্র গেরিলারা এলাকায় আকস্মিক অভিযান চালায় এবং এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার জানিয়েছে, তুর্কি সেনাদের উপস্থিতির বিরুদ্ধে সিরিয়ার উত্তরাঞ্চলে বেসামরিক লোকজন বিক্ষোভ করলে তাদের ওপর তুর্কি সেনারা গুলি চালায়। এতে দু জন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। গুলির মুখে সিরিয়ার লোকজন তুর্কি সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখে এবং তাদের উপর পাথর ও জুতো ছুঁড়ে মারে।

এদিকে, তুরস্ক সীমান্তে সিরিয়ার সরকারি সেনা মোতায়েন এবং তাদের অবস্থান জোরদার করা অব্যাহত রেখেছে দামেস্ক সরকার।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি