সীমান্তে বিএসএফের নির্যাতনে পঙ্গুত্ব বরণ ছাড়াও চলে জমি দফল,পুশইন ও অবৈধ ব্যবসা
প্রকাশিত : ১২:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
সীমান্তে ভারতীয় আধিপত্য বিস্তার,জমিদখল,পুশইন ও অবৈধ ব্যবসা বহাল রাখতেই বিএসএফ হত্যা ও নির্যাতন চলিয়ে যাচ্ছে বলে অভিযোগ সীমান্তবাসী বাংলাদেশীদের।সীমান্তে পাশাপাশি আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে গেলেও নিস্তার নেই বাংলাদেশেীদের।এসব চিত্র চাপাঁইনবাবগঞ্জ,দিনাজপুর ও ঠাকুরগায়ের বিভিন্ন সীমান্তের ।
যুবক এরফান আলী, সীমান্তে শ্রমিকের কাজ করেন। বিএসএফের নির্যাতনের নির্মম সাক্ষী।
এরফান আলীর মত অনেকেই সীমান্তে বিএসএফের নির্যাতনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।নিন্ম আয়ের খেটে খাওয়া সীমান্তের মানুষকে নিরপাদে সীমান্ত পারাপার ও গরু পার করে দেয়ার আশ্বাস দেয় একদল বিএসএফ আর অন্যদল ভাগে না মিললে হত্য কর বাংলাদেশীদের।সীমান্তের একদম পাশাপাশি আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে গেলেও গুলির হাত থেকে নিস্তার নেই বাংলাদেশীদের।
সীমান্ত ঘেষে বাংলাদেশের জমি চাষেও বাধা দেয় বিএসএফ।সীমান্তে ২০০০-২০১২ পর্যন্ত নির্যাতন করা আহত করা হয়েছে ১১০৫ জন বাংলাদেশীকে ।আর অপহরন করা হয়েছে ১০৩৮ জনকে ।
নির্যাতনের পাশাপাশি বিএসএফের সহায়তায় পুশ ইনের ঘটনা ঘটেছে ৩১৪টি আর নিখোজ রয়েছেন ১০৭ জন বাংলাদেশী। জানা গেছে শান্তিকালীন সময়ে বিজিবি ফায়ারিং বন্ধ রাখলেও বিএসএফ অব্যাহত রেখেছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার।
আরও পড়ুন