সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ: সিইসি
প্রকাশিত : ১৩:৩৫, ৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৩৭, ৫ জানুয়ারি ২০২৬
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এখনো আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন।
সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবন প্রাঙ্গণে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর আপিল করার জন্য স্থাপিত কেন্দ্র পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
এর আগে, এ এম এম নাসিরউদ্দিন আপিল কার্যক্রম পরিচালনা করার অস্থায়ী কেন্দ্রের এগারোটি বুথ সরেজমিনে পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে আপিলের জন্য নির্বাচন কমিশনের নেওয়া সার্বিক প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেন, ‘আপনারা দেখতেই পারছেন যে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি থাকলেও, সময়ের সঙ্গে তা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি আরও বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আত্মবিশ্বাসী। ইনশাআল্লাহ, আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সেটা সম্ভব হবে বলে নির্বাচন কমিশন বিশ্বাস করে।’
আজ সকাল দশটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বরাবর আপিল করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
নির্বাচন কমিশনে স্থাপিত নির্দিষ্ট দশটি বুথে প্রয়োজনীয় নির্দেশনা মেনে প্রার্থী বা সংশ্লিষ্ট পক্ষ আপিল করতে পারবেন। এছাড়া, এ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে বা আপিল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে, আগ্রহীদের কেন্দ্রীয় বুথে যোগাযোগ করতে বলা হয়েছে।
আগামী ৯ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপীল করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে, গতকাল নির্বাচন কমিশন জানিয়েছে যে আসন্ন নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ও ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










