ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

সূচক ও লেনদেন বৃদ্ধি পেয়েছে উভয় স্টক এক্সচেঞ্জের

প্রকাশিত : ১৯:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০১৬

dse and cseসূচক ও লেনদেন বৃদ্ধির মধ্যদিয়ে সপ্তাহের কার্যদিবস পার করলো দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭৭টির, আর ৩৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য দাঁড়ায় ৫০৫ কোটি ৬৬ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৫৮১ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৫টি, আর ৪১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ৩৭ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি