ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

সেইফপ্যাড বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলো দারাজ

প্রকাশিত : ১৩:৩৭, ১০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

অনলাইন মার্কেটপ্লেস, দারাজ বাংলাদেশ সম্প্রতি হাত মিলিয়েছে দেশের প্রথম রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেফপ্যাড বাংলাদেশের সঙ্গে।

সেইফপ্যাড বাংলাদেশ ও দারাজের মধ্যকার এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানটি দারাজ বাংলাদেশ লিমিটেডের বনানীস্থ সদর দফতরে অনুষ্ঠিত হয়।

চুক্তির সময়ে সেইফপ্যাড বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাহমিদ কামাল চৌধুরী, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং দারাজ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দারাজের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, হেড অফ সি. এস. আর অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, তানজিলা রহমান ও হেড অফ মার্কেটিং সৈয়দ আবরার হাসনাইন।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি