ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

সোনামিয়া ও শিবু মার্কেটে প্রিমিয়ার ব্যাংকের বুথ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ‘ব্যাংকিং বুথ’ সম্প্রতি নারায়নগঞ্জের আদমজী ইপিজেডের সোনামিয়া মার্কেট (রানু প্লাজা, হোল্ডিং নম্বর-১৩৬, সোনামিয়া মার্কেট, আদমজী নগর, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ) এবং ফতুল্লার শিবু মার্কেটে (রাণী মা প্লাজা, নিচ তলা, শিবু মার্কেট, ফতুল্লা, নারায়নগঞ্জ) উদ্বোধন হলো। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এই ‘ব্যাংকিং বুথ’ শাখাগুলোর শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকের নারায়নগঞ্জ শাখা প্রধান ও আঞ্চলিক প্রধান, মোঃ শহীদ হাসান মল্লিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ তারেক উদ্দিন; নারায়নগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি