ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নজু মিয়া হাট শাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ১৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নজু মিয়া হাট শাখা চট্টগ্রামের হাটহাজারীর নজু মিয়া হাটে কার্যক্রম শুরু করেছে। আজ বুধবার (১৯ ডিসেম্বর) ব্যাংকের চেয়ারম্যান প্রখ্যাত শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মুহাম্মদ ফোরকানুল্লাহ, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, বুডিসচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রফিক, নোয়াপাড়া কলেজের প্রফেসার মোহাম্মদ নুরুল আজিম চৌধুরী, কে বি ফ্যান এর স্বত্বাধিকারী এম এ মালেক এবং এসআইবিএল নজু মিয়া হাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে দেশের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরে বলেন দেশ আজ অনুন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বড় বড় প্রকল্পের কাজ বিরামহীনভাবে চলছে। এসব প্রকল্প সম্পন্ন হলে দেশ যেমন উন্নত হবে তেমনি অত্র এলাকার জনগণও বিশেষ সুফল ভোগ করবে। সোশ্যাল ইসলামী ব্যাংক এই অর্থনৈতিক অগ্রযাত্রার সহযোগী হিসাবেই নজু মিয়া হাটে শাখা খুলেছে বলে তিনি অভিহিত করেন। তিনি সবাইকে এই শাখায় ব্যাংকিং করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এলাকার জনগণকে আধুনিক প্রযুক্তিনির্ভর ইসলামী ব্যাংকিং সেবা দেয়ার জন্যই নজু মিয়া হাটে এসেছে। ব্যাংকের ম্যানেজার সহ শাখার সকল কর্মকর্তা-কর্মচারী অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেবেন এবং আর্থিক সেবক হিসেবে তাদের মন জয় করে নিবেন।

আরকে//   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি