ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৩০ শিক্ষানবিশকে নিয়োগপত্র প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১২ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি ১৩০ জন শিক্ষানবিশ কর্মকর্তাকে নিয়োগপত্র প্রদান করেছে। এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম উপস্থিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

উল্লেখ্য, তৃতীয়পক্ষ একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে আয়োজিত প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীগণ নির্বাচিত হয়েছেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া এবং মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ নির্বিশেষে সুষম সমাজ গঠনের প্রত্যয়ে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসআইবিএল পরিবারের নতুন সদস্য হিসেবে শিক্ষানবিশ কর্মকর্তারাও তাদের মেধা ও কর্মদক্ষতায় এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি