ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংকের দুটি উপশাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১৫ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর ৮০ ও ৮১তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। এর একটি রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের ফকিরাপুলে এবং অন্যটি খিলগাঁওয়ের তালতলায়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপশাখা দুটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ তাজুল ইসলাম। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক ও মোঃ সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো: মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন। 

এছাড়াও উক্ত সভায় কর্পোরেট শাখা ও মৌচাক শাখার ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জ ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। (বিজ্ঞপ্তি)

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি