সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি
প্রকাশিত : ১২:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরো শক্ত করলো চেলসি।
শীর্ষে উঠার লড়াইয়ে ম্যাচের ১৯ মিনিটে মিডফিল্ডার সেস ফাব্রেগাসের গোলে লিড পায় চেলসি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সোয়ানসি সিটির হয়ে গোল করে দলকে সমতায় ফিরান ফরোয়ার্ড ফের্নান্দো লরেন্তে। দ্বিতীয়ার্ধে আবারো এগিয়ে যায় ঘরের মাঠে খেলতে থাকা চেলসি। ৭২ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো। ৮৪ মিনিটে চেলসির হয়ে শেষ গোলটি করেন দিয়েগো কস্তা। শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। এই জয়ে ২৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৬৩। আর সমান ম্যাচে ২৪ পয়েন্টে সোয়ানসি সিটি রয়েছে টেবিলের ১৫ নম্বরে।
আরও পড়ুন