সৌদি আরবে গৃহকর্মী হিসেবে পাচার করা কল্পনা বিবিকে দেশে আনা হয়েছে
প্রকাশিত : ১২:০০, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:০০, ২২ ফেব্রুয়ারি ২০১৭
সৌদি আরবে গৃহকর্মী হিসেবে পাচার করা হবিগঞ্জের কায়স্থগ্রামের কল্পনা বিবিকে দেশে আনা হয়েছে।
মঙ্গলবার তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। পরে তাকে সিআইডি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবািদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম লায়লা মেহের বানু’র আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট তার খাস কামরায় কল্পনা বিবির জবানবন্দী গ্রহণ করে পরিবারের জিম্মায় দিয়ে দেন। একুশে ফেব্রুয়ারি সরকারী ছুটির দিন থাকায় ২২ ফেব্রুয়ারি তার ধর্ষণের আলামত পরীক্ষা করার কথা রয়েছে।
আরও পড়ুন