ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

স্টার লাইনের নতুন ব্রান্ড অ্যাম্বাসেডর হাবিবুল বাশার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:৪৪, ২১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে স্টার লাইন গ্রুপের ব্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ ঢাকায় বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস্ লিঃ এর সিটি সেন্টারস্থ কার্যালয়ে এক অনুষ্ঠানে স্টার লাইন গ্রুপের পক্ষে কোম্পানীর পরিচালক জনাব মাঈনুদ্দিন ও ব্র্যান্ড এ্যাম্বাসেডর জনাব হাবিবুল বাশার চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস্ লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব ফেরদৌস আলম মজুমদার ও স্টার লাইন গ্রুপের পরিচালক সাঈদুল হক মিন্টু, আদেল উদ্দিন ও সাহেদ মাহমুদ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী আগামী দুই বছর হাবিবুল বাশার স্টার লাইন গ্রুপের বিভিন্ন পণ্য সামগ্রীর প্রচারণায় ও স্টার লাইন গ্রুপের বিভিন্ন সামাজিক জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রেস বিজ্ঞপ্তি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি