ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

স্বাস্থ্যবিধি মেনেই শাবি’র সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

শাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৪৮, ১৭ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

স্বাস্থ্যবিধি মেনেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটি শেষে আজ রোববার (১৭ জানুয়ারী) থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া হচ্ছে।

এদিন সকাল ১০টায় পরীক্ষা চলাকালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

তিনি সুষ্ঠুভাবে সকল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান ও অধ্যাপক ড. আসিফ ইকবাল প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি