ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

সড়ক প্রকৌশলীদের ঈদ ছুটি বাতিল : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৫ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:৩৮, ২৫ আগস্ট ২০১৭

ঈদে মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে দায়িত্বরত প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বৃষ্টি চলাকালে সড়ক মেরামতে প্রকৌশলীদের মাঠে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আমার মনে হয় এবারও মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। এজন্য পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সবার সঙ্গে কথা হয়েছে।


শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, এরইমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার পানি কমে গেলে দ্রুত সড়ক মেরামত করার জন্য প্রকৌশলীরা ঠিকাদারদের সঙ্গে নিয়ে কাজ শুরু করেছে। কোনো অবস্থাতেই রাস্তা যেন যান চলাচলে অনুপযোগী না হয় সেজন্য ২৪ ঘণ্টা প্রকৌশলীদের রাস্তায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।


এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ের ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ ছিলেন।
//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি