হাইকোর্টের রিটের আদেশ অনুকূলে আসায় চট্টগ্রামের তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত হচ্ছে: সাবেক সিটি মেয়র
প্রকাশিত : ১৮:০৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭
হাইকোর্টের রিটের আদেশ অনুকূলে আসায় চট্টগ্রামের তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত হচ্ছে বলে জানিয়েছেন সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। চলতি বছরের জুলাই থেকে সেতু ব্যবহারকারীরা টোলমুক্ত সুবিধা পাবেন।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্পূর্ণ দেশিয় অর্থায়নে এ সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। সুতরাং এ সেতুতে টোল আরোপের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। ২ জানুয়ারি পত্রিকায় তৈলারদ্বীপ সেতুর পুনরায় ইজারার জন্য দরপত্র আহ্বান করার বিজ্ঞপ্তি দেখে তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সাবেক সিটি মেয়র। হাইকোর্ট ২০১৭-১৮ সালের জন্য সেতুটির টেন্ডার প্রক্রিয়াসহ সব কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন।
আরও পড়ুন