ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

হিমাগারে মজুদ ৬ লাখ ডিম, এক দিনে বিক্রির নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৬ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের একটি হিমাগারের ভেতরে মজুদ করে রাখা ছয় লাখ পিস ডিম পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

হিমাগারে ডিম মজুদ করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালায় সংস্থাটি।

ওই সময় তিনটি হিমাগারে অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকার ডিমের আমদানির অনুমতি দেয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করে, তবে এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুদ করা শুরু করে দিয়েছে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে।

‘শাহিন অ্যান্ড ব্রাদার্স লিমিটেড নামের কোল্ড স্টোরেজে মজুদ করে রাখা প্রায় ছয় লাখ পিস ডিম পাওয়ার পর সেগুলোকে এক দিনের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সারা দেশে কেউ ডিম মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসাীয়দের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’

পরে ডিম মজুদকারী দুই ব্যবসায়ীকে ডেকে এনে এক দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেন সংস্থাটির কর্মকর্তারা। নির্দেশ মানতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়ার কথাও জানান উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।

এ ছাড়াও ওই সময় একই এলাকায় আদর্শ কোল্ড স্টোরেজ ও দাপা এলাকার রহমতউল্লাহ কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। তবে সেখানে ডিমের মজুদ পাওয়া যায়নি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি