ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চতুর্থ ওয়ানডেতেও পাকিস্তানের জয়

হোয়াইটওয়াশের শঙ্কায় লঙ্কানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ২১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১১:১৯, ২১ অক্টোবর ২০১৭

শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের প্রতিশোধটা ওয়ানডে সিরিজে বেশ ভালোভাবেই নিচ্ছে পাকিস্তান। শুক্রবার রাতে হাসান আলী, শোয়েব মালিক ও বাবর আজমের দুর্দান্ত পারফর্মেন্সে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে সরফরাজ আহমেদের দল।

শারজায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উপুল থারাঙ্গাকে হারায় শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচে দারুণ ব্যাট করা লঙ্কান অধিনায়ককে শূন্য রানেই বোল্ড করেন অভিষিক্ত বাঁহাতি পেসার উসমান খান। জুনাইদ খানের বলে ব্যক্তিগত ২২ রানে ফেরেন নিরোশান ডিকভেলা। পাকিস্তানি বোলিং তোপে ৯৯ রানেই সাজঘরে ফেরেন ৭ লঙ্কান। লোয়ার অর্ডারদের নিয়ে লড়াই করেন লাহিরু থিরিমান্নে। থিরিমান্নে ফেরেন ৬২ রানে। আকিলা ধনঞ্জয়া করেন ১৮ রান। দশে নামা সুরাঙ্গা লাকমল অপরাজিত থাকেন ২৩ রানে। শেষ পর‌্যন্ত ১৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হাসান আলী ৩৭ রানে ৩ উইকেট নেন। আর ১৩ রানে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম।

১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানেরও। অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা ইমাম-উল-হক ২ রান করেই প্যাভিলিয়নে ফিরেন। ফখর জামান ও মোহাম্মদ হাফিজও ভালো কিছু করতে পারেন নি। ৫৮ রানে তিন উইকেট হারানো পাকিস্তানকে জয়ের বন্দরে পোঁছে দেয় বাবর আজম ও শোয়েব মালিকের ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি। আজম-মালিক দুজনই অপরাজিত থাকেন ৬৯ রানে।

এ জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। ম্যাচসেরা হয়েছেন বাবর আজম।

 

সূত্র : ক্রিকইনফো

/ এমআর / এআর

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি