ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

১ মার্চ খুলছে প্রাথমিক বিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। আগামী ১ মার্চ থেকে নিশ্চিতভাবেই প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হবে।  

এর আগে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে ২২ ফেব্রুয়ারি। এ সিদ্ধান্তের আগে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়টি ঝুলে ছিল। তবে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ১ মার্চ নিশ্চিতভাবেই প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হবে।

সূত্রটি বলেছে, মার্চের ১ তারিখ থেকে প্রাথমিকের সশরীরে ক্লাস শুরু হবে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে একটি নির্দেশনাও দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে মার্চের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সবধরনের প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে।

যদিও প্রাথমিক বিদ্যালয় খোলার নির্দিষ্ট তারিখের বিষয় মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, “প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা নেওয়া হয়নি, তাই এখনই তাদেরকে শ্রেণি কার্যক্রমে ফিরে আনা হচ্ছে না।”

ওই সময় তিনি আরও বলেন, “পরামর্শক কমিটি বলেছে সংক্রমণ দ্রুত কমছে। আশা করছি প্রাথমিকের ক্লাস দ্রুতই শুরু করা যাবে।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি