ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

১০০ রানও করতে পারেননি গেইলরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ২৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫৮, ২৭ ডিসেম্বর ২০১৭

তিন ম্যাচ সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রাইসচার্চে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টি আইনে ক্রিস গেইলরা হেরেছে ৬৬ রানে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তবে শুরুটা মোটেও ভালো হয়নি কিউইদের। মাত্র ২৬ রানেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ৭৩ রানের জুটি গড়েন টম লাথম ও রস টেইলর। ৩৭ রান করে টম লাথাম আউট হয়ে গেলেও রস টেইলরকে থামাতে পারেন নি ক্যারিবিয় বোলাররা। টেইলরকে অবশ্য থামিয়েছেন বৃষ্টি। ২৩ ওভারে ৪ উইকেটে ১৩১ রান করার পর বৃষ্টি নামে। সে সময় টেইলর অপরাজিত ছিলেন ৪৭ রানে।

বৃষ্টি শেষ হলে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বৃষ্টি আইনে ক্যারিবিয়দের সামনে টার্গেট দাঁড়ায় ২৩ ওভারে ১৬৬ রান। ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়রা। মাত্র ৯ রানেই ৫ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২৩ ওভারে ৯ উইকেটে ৯৯ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার ৩টি করে উইকেট লাভ করেন।

ম্যাচসেরা হয়েছেন রস টেইলর আর সিরিজসেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি