ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

১২ ফুট প্রস্থ রাস্তা এখন ৪ ফুট

প্রকাশিত : ১২:২৭, ২৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:২৭, ২৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সরকারী জরিপে রাস্তার প্রস্থ ১২ ফুট। অপ্রতিরোধ্য দখলের কারণে তা হয়ে আছে ৪ ফুটের মতো। এতো সরু জায়গায় চলে না গাড়ি, যায় না হাঁটা। রাজধানীর মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ সংলগ্ন বন্ধ-প্রায় এ রাস্তা ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ এলাকাবাসী। সরকারের নথিপত্র অনুযায়ী মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজের পুর্ব পাশের রাস্তাটির প্রস্থ ১২ ফুট। কিন্তু প্রভাবশালীদের দখলের কারণে সরু হতে-হতে তা এখন চলাচলেরও অযোগ্য। এরিমধ্যে সিটি করপোরেশন অবৈধ দখল উচ্ছেদও করেছে। তারপরও কোন বাধাই মানছে না স্থানীয় একটি চক্র। মাপ দিয়ে দেখা গেল রাস্তার কোথাও ৮ ফুট। আবার কোথাও সাড়ে ৫ কিংবা ৪ ফুটের চেয়েও কম। স্কুল এন্ড কলেজ বলছে, রাস্তার দরকার নেই। আর জনপ্রতিনিধিরা বলছেন, সিটি জরিপ অনুযায়ী ১২ ফুটের রাস্তা ফিরে পেতে চান এলাকার মানুষ। ভূক্তভোগীরা বলছেন, অনেক আগে থেকেই স্কুলের চারপাশে রাস্তা ছিল। এখন এটি দখলের পাঁয়তারা চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি