ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

৪ দিনের দিবারাত্রির টেস্ট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ২১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ডিসেম্বরে বক্সিং ডে উপলক্ষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে চার দিনের দিবারাত্রির টেস্ট। এই টেস্টে দক্ষিণ আফ্রিকা খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।


আইসিসির সফরসূচি অনুযায়ী ওই সময় প্রোটিয়াদের কোনো খেলা না থাকায় সমর্থকদের জন্য এ আয়োজন। সমর্থকদের যেন হতাশ হতে না হয়, সে জন্য জিম্বাবুয়ের বিপক্ষে এই ব্যতিক্রমী টেস্ট ম্যাচটি আয়োজন করছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।


তবে চার দিনের এই টেস্ট ম্যাচটিকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আন্তর্জাতিক ম্যাচের অনুমোদন দেবে কি না, তা নিয়ে অবশ্য এখনো সংশয় আছে।


উল্লেখ্য, গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলা শুরু হয়েছে ২০১৫ সালের শেষ দিকে। এবার আরেকটি ফরম্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি