ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়: ড. মসিউর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে খবর বেরিয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, পত্র-পত্রিকায় অর্থনৈতিক অনিয়মের যেসব খবর আসে, তা সবসময় পুরোপুরি সত্য নয়। ‘৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবরও সত্য নয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান, আহমেদ জামালসহ স‌ংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. মসিউর রহমান বলেন, আজকের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং তারা কীভাবে তা বাস্তবায়ন করছে, তা নিয়ে। এখানে শুদ্ধি অভিযান ও বর্তমান পরিস্থিতি নিয়েও বিশেষ কোন আলোচনা হয়নি।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে বৈঠকে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের কিছু তথ্য দেয়া হয়। সেই তথ্য দেখে মনে হচ্ছে সব খবর সঠিক নয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি