ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

৬ হাজার কোটি টাকার লটারি জিতলেন মার্কিন নাগরিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৫ আগস্ট ২০১৭

প্রায় ৬ হাজার কোটি টাকার (৭৫.৯ কোটি ডলার) লটারি জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এক বাসিন্দা। নাম প্রকাশ না করা ওই ব্যক্তি  দেশটির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম মূল্যমানের লটারির ড্রতে জয়ী হয়েছেন। খবর সিএনএনের।

স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত এ লটারির ড্র টেলিভিশনের পর্দায় দেখেছেন লাখো মানুষ।

লটারি কর্তৃপক্ষ পাওয়ারবল জানিয়েছে, এবারের জয়ী নম্বর ৬, ৭, ১৬, ২৩, ২৬ এবং পাওয়ারবল সংখ্যা ছিল ৪।

টিকিটটি ম্যাসাচুসেটসের চিকোপির সেন্ট মন্টগোমারির ২৭নং-এর প্রাইড স্টেশন অ্যান্ড স্টোর নামে একটি দোকান থেকে বিক্রি করা হয়েছিল।

পাওয়ারাবল লটারি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানায়,  একজনকে বিজয়ী হিসেবে পেয়েছি। ম্যাসাচুসেটসের একটি টিকিট ৭৫.৯ কোটি ডলার জিতে নিয়েছে। তবে এখনও কেউ লটারির পুরস্কার দাবি করেনি।

জয়ী ব্যক্তি কর পরিশোধের পর একবারে এ অর্থ তুলে নিতে পারবেন বা ২৯ বছর ধরে বার্ষিক কিস্তিতে এ অর্থ তুলতে পারবেন। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৪টিতে এবং তিনটি সীমানায় এ ড্র অনুষ্ঠিত হয়ে থাকে।

প্রতি বুধ ও শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৯ মিনিটে এ ড্র অনুষ্ঠিত হয়। পাওয়ারবল লটারির সবেচেয়ে বেশি অর্থমূল্যের লটারি জেতেন ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা। গত বছর তিনি ১৬০ কোটি ডলারের পুরস্কার পান।
//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি