ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

অনলাইন গণমাধ্যম নিবন্ধন : আবেদনের সময় শেষ আজ

প্রকাশিত : ০৯:১৩, ৩০ জুন ২০১৯ | আপডেট: ১২:২০, ৩০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

আজ ৩০ জুন, রোববার অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে। এর আগে গত ২৭ মে পঞ্চম দফায় শুরু হয় অনলাইন গণমাধ্যম নিবন্ধনের আবেদন প্রক্রিয়া।

তথ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনতে ২০১৫ সালের নভেম্বরে সরকার ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। ২০১৬ সালের ৩ এপ্রিল চতুর্থ দফায় ১৭ দিন বাড়িয়ে দেয় সরকার। এরপর অনলাইন নিবন্ধনের এই কার্যক্রম দীর্ঘদিন থেমে থাকার পর আবার নতুন করে শুরু হয়েছে।

নিবন্ধন আবেদনের উদ্যোগের শুরুতে বলা হয়েছিল, বাংলাদেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার নিবন্ধন কার্যক্রম চালু করেছে। এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। দৈনিক পত্রিকাগুলোকেও তাদের অনলাইন সংস্করণের জন্য নতুন করে আবেদন করতে হবে।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি