ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ১২ মে ২০১৭ | আপডেট: ১২:০৯, ১২ মে ২০১৭

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।
পহেলা জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরআগে এ ত্রিদেশীয় টুর্নামেন্টকে প্রস্তুতি হিসেবেই নিয়ে টাইগাররা। বাংলাদেশ-আয়ারল্যান্ড ছাড়া অপর দলটি নিউজিল্যান্ড। যাদের বিপক্ষে সম্প্রতিকালে ভালো জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। সিরিজে আয়ারল্যান্ডকে ২ বার ও নিউজিল্যান্ডকে ১ বার হারাতে পারলে শ্রীলংকা কে টপকে র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে যাবে মাশরাফিরা । তবে সবগুলো ম্যাচ হারলে নেমে যেতে হবে ৮ নম্বরে । সেই ক্ষেত্রে সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ে পড়ে যাবে টাইগাররা । নিষেধাজ্ঞার কারণে মাশরাফি এ ম্যাচে থাকছেন না। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি