ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৩:৩২, ৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড।
কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তাই এ গ্র“প থেকে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। আর নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টির কারণে পরিতক্ত হয়। তাই দুদলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়। প্রথম ম্যাচের মতো নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচে কিউইদের হারিয়ে এগিয়ে যেতে চায় স্বাগতিকরা।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি