আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস
প্রকাশিত : ১০:০২, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ১০:০২, ১৫ মার্চ ২০১৭
আজ ১৫ মার্চ। বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বিশ্বের ১১৫টি দেশের ২২০টি আন্তর্জাতিক ভোক্তা অধিকার সংগঠনের সাথে সংহতি রেখে দেশেও পালিত হচ্ছে দিবসটি। ভোক্তা অধিকার নিশ্চিতে আইন প্রয়োগে ব্যর্থতা রয়েছে বলে দাবি করেছে কনজুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আর জনবলের অভাবে সঠিক মনিটরিং করা যাচ্ছে না বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ও বিএসটিআই।
১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রথমবারের মতো ভোক্তা অধিকারকে সংজ্ঞায়িত করেন এবং ভোক্তা আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষনা দেন। সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য ভোক্তাদের কাছে তুলে ধরা এবং ভোক্তা অধিকার নিশ্চিতের লক্ষ্যে ১৯৮৩ সাল থেকে প্রতিবছর সারাবিশ্বে দিবসটি পালন করা হয়।
২০০৯ সালে ভোক্তা অধিকার আইন করেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও প্রতিষ্ঠা করা হয়।
তবে এখনো আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ এমনটা বলছে কনজুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ।
জনবলের অভাব রয়েছে জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অর্জনও কম নয় তাদের।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন বিএসটিআই’ও তাদেরও লোকবল কম বলে দাবি করে। তারপরও নিয়মিত বাজার মনিটরিং এবং সম্মিলিত অভিযান অব্যাহত আছে বলে জানান বিএসটিআইএ’র এই পরিচালক।
মুনাফা লোভী অসাধু ব্যবসায়ী, উৎপাদক ও মধ্যস্বত্বভোগী গোষ্ঠীর অপতৎপরতা বন্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ারও কথা জানান তিনি।
আরও পড়ুন