আজ লক্ষ্মীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশিত : ১০:১০, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ১০:১০, ১৪ মার্চ ২০১৭
আজ লক্ষ্মীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিকেলে লক্ষ্মীপুর স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
প্রায় ২০ বছর পর লক্ষ্মীপুর সফর করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে পুরো লক্ষ্মীপুর। দলের তৃণমূলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবার মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এ সফরে প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পসহ ১০টি উন্নয়মূলক প্রকল্পের উদ্ধোধন ও লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌ-বন্দরসহ ১৭ টি উন্নয়ন মুলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আরও পড়ুন