ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত বেড়ে ৮৩২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। তাদের মধ্যে অনেকেই অস্থায়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ রোববার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে যা ভাবা হয়েছিল ক্ষতিগ্রস্ত এলাকা তার চেয়েও অনেক বড় হতে পারে বলে জানিয়েছে বিএনপিবি।

স্থানীয় সময় শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কারণে এ হতাহতের ঘটনা ঘটে। ভূমিকম্প আঘাত হানার পর আকস্মিকভাবে শহরের ওপর দিয়ে বয়ে যায় দুই মিটার বা সাড়ে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস।

আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস বলছে এই সুনামিতে অসুবিধায় পড়েছে পনের লাখেরও বেশি মানুষ। সংস্থাটি এটিকে ট্রাজেডির চাইতেও মারাত্মক বলে আখ্যায়িত করেছেন।  

এদিকে ভূমিধ্বসে পালু শহরের প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে। থমকে আছে যোগাযোগ। ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

উদ্ধারকারীরা বলছেন, প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পালু শহরটিতে হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।

দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা বলেছে,  যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। শহরে চলাচলের পথগুলো ধ্বংস হয়ে গেছে।

সূত্র: রয়টার্স, বিবিসি ও আল-জাজিরা

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি