ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ইবির আইন বিভাগে নতুন সভাপতি

প্রকাশিত : ২০:৩০, ২৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. নূরুন নাহার। বুধবার তিনি সাবেক সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলামের স্থলাভিক্ত হন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী তিন বছরের জন্য নুরুন নাহার এ পদে দায়িত্ব পালন করবেন। ড. নূরুন নাহার ২০০০ সালের আগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন তিনি।

এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ডিন, বিশ্ববিদ্যারয়টির শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি