ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা সুহিলপুর বাজারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১৬তম এজেন্ট ব্যাংকিং শাখা শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর বাজারে উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মো. মহসিন মিয়া ও মহিলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া শাখা প্রধান মো. সানাউল্লাহ। বিজ্ঞপ্তি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি