ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

উম্বলডন টেনিসের সেমিতে সেরেনা-সিমোনা

প্রকাশিত : ১৬:০৩, ১০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

উম্বলডন টেনিসের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও সিমোনা হালেপ। ১২তম উইম্বলডন সেমির পথে সেরেনার বাধা ছিলেন স্বদেশি অ্যালিসন রিস্ক। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলতে নামা রিস্ককে ২-১ সেটে হারান মার্কিন কৃষ্ণকলি।

৬-৪, ৪-৬ ও ৬-৩ গেমে ম্যাচ জিতে ক্যারিয়ারের ২৪তম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলেন সাতটি উইম্বলডন জয়ী সেরেনা।

এদিকে, দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতার শেষ চারে উঠেছেন সিমোনা হালেপ। শেষ আটের লড়াইয়ে চীনের ঝাং শুইয়েল বিপক্ষে সরাসরি সেটের জয় পান রোমানিয়ান তারকা।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি