ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

এলিট ফোর্সের কর্মীদের টনিক সেবা দেবে গ্রামীণ ফোন   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ২২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বেসরকারি ভিত্তিতে নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এলিট ফোর্সের কর্মীদের টনিকের সেবা দেবে গ্রামীণ ফোন। মোবাইল অ্যাপস ভিত্তিক গ্রামীণ ফোনের স্বাস্থ্য সেবা বিষয়ক প্ল্যাটফর্ম টনিকের মাধ্যমে এ সেবা পাবেন এলিট ফোর্সের কর্মীরা।

এ বিষয়ে সম্প্রতি এলিট ফোর্সের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে দেশের বৃহৎ মোবাইল সংযোগ সেবা প্রদানকারী অপারেটর গ্রামীণ ফোন। এ সমঝোতা চুক্তির আওতায় এলিট ফোর্সের ছয় হাজার কর্মী টনিকের মাধ্যমে এই স্বাস্থ্য সেবা নিতে পারবেন। 

রাজধানীর বারিধারায় গ্রামীণ ফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিট ফোর্সের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শরীফ আজিজ, উপ ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) জাহাঙ্গীর আখতার চৌধুরী, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোকাম্মেল হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।   

পাশাপাশি গ্রামীণ ফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টেলিনর গ্রুপের ইভিপি অ্যান্ড হেড অব ইমার্জিং (এশিয়া ক্লাস্টার) পিটার বোরে ফারবার্গ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি, হেড অব ডিজিটাল সার্ভিসেস সৈয়দ এ. রহমান, টেলিনর হেলথের প্রধান নির্বাহী সাজিদ রহমান, হেড অব বিটুবি অ্যান্ড পার্টনারশিপস আহমেদ তুহিন রেজা ও হেড অব মিডিয়া অপারেশনস মাহাবুবুল ইসলাম ইসলাম চৌধুরীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

//এস এইচ এস//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি