ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কাতারে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ২৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী সৈয়দ গোলাম দস্তগীর নিশাদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল বিবিসি কাতার।    

রাজধানী দোহার বিন ওমরানে সানসিটি গ্রুপের কনফারেন্স রুমে, বাংলাদেশ বিজনেস কাউন্সিল বিবিসি কাতারের সভাপতি ও সানসিটি গ্রুপের চেয়ারম্যান এম সাইফুল আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাভেল চৌধুরীর সঞ্চালনায় এ সময় কাতারে বাংলাদেশি ব্যবসা বাণিজ্যর নতুন নতুন দিগন্ত সৃষ্টি সম্ভাবনা নিয়ে আলোচনা অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, মোহাম্মদ কপিল উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ আলি, শফিকুল ইসলাম, সাংবাদিক গোলাম মাওলা হাজারী প্রমুখ।  

এ সময় আগত অতিথি সৈয়দ গোলাম দস্তগীর নিশাদকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  

দস্তগীর নিশাদ বলেন, মরুর বুকে আপনারা যারা বাংলাদেশি ব্যবসায়ীরা এতো সুন্দর একটি ব্যবসায়ী সংগঠন করেছেন তা দেখে আমি অনেক আনন্দিত, আশা করি সামনের দিনগুলোতে আপনারা যদি বাংলাদেশেও বিনিয়োগ করেন তাহলে আপনাদের মত সৎ মানুষদের অংশগ্রহণে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি  

কেআই/এসি   

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি