ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্র্যাবের সভাপতি খায়ের, সম্পাদক বিকু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২০ এর নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি আবুল খায়ের ও পূর্বাঞ্চল পত্রিকার ঢাকা ব্যুরো প্রধান আসাদুজ্জামান বিকু।

সভাপতি পদে আবুল খায়ের ১৪৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। একই পদে অপর প্রার্থী দ্য ডেইলি সানের বিশেষ প্রতিনিধি ইসারফ হোসেন ইসা ১১০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান বিকু ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার দেব দুলাল মিত্র ৯৯ ভোট পেয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোরছালীন বাবলা, যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাখাওয়াত হোসেন কাওসার, সাংগঠনিক সম্পাদক পদে জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নিয়াজ আহমেদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে স্বদেশ প্রতিদিনের হরলাল রায় সাগর, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম এবং কার্যনির্বাহী সদস্য পদে মানবজমিনের স্টাফ রিপোর্টার রুদ্র মিজান, এম এ বাতেন বিপ্লব এবং বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের আবাদুজ্জামান শিমুল নির্বাচিত হয়েছেন।

এছাড়া অর্থ সম্পাদক পদে আবু হেনা রাসেল, দপ্তর সম্পাদক পদে নয়া দিগন্তের শহিদুল ইসলাম রাজী, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এটিএন বাংলার জিএম তসলিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সংবাদের সাইফ বাবলু এবং কল্যাণ সম্পাদক পদে আমাদের অর্থনীতির এস এম ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির দোতলায় ক্র্যাব বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৭৭ জন ভোটারের মধ্যে ২৫৪ জন ভোট প্রদান করেছেন। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ খান। দুই সদস্য হলেন দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি