ক্ষুদ্র ও মাঝারি শিল্পই অর্থনীতির চাকাকে সচল রাখতে পারে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রী
প্রকাশিত : ২০:০৩, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ২০:১০, ১৫ মার্চ ২০১৭
ক্ষুদ্র ও মাঝারি শিল্পই বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে পারে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু। পাঁচ দিনের জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যক্তাদের ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।
এসএমই ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫দিনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রী।
পরে মন্ত্রী বলেন, শিল্পায়নের মধ্যদিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হবে। এক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এসএমই উদ্যোক্তাদের স¦ীকৃতি হিসেবে জাতীয় এসএমই উদ্যোক্তা ও জাতীয় এসএমই ব্যবসা পরিকল্পনা পুরস্কার দেয়া হয়।
এবারের মেলায় দু’শ টি প্রতিষ্ঠান নিজেদের পণ্যের পসরা সাজিয়ে বসেছে। মেলায় স্টল রয়েছে ২১৬টি।
বেশিরভাগ স্টলেই পাট পণ্য। উদ্দেশ্য বিশ্ববাজারে পরিবেশ বান্ধব পাট পণ্যকে পরিচয় করিয়ে দেয়া।
এছাড়া বিভিন্ন স্টলে রয়েছে হস্ত শিল্প, প্লাস্টিক ও চামড়াজাত পণ্য।
মেলার সময় আরো বাড়ানোর দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন