ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

খালেদার রায় গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হওয়ার নির্ধারিত তারিখ। কোন কারণে রায়ের দিন পরিবর্তিত না হলে আজই ঘোষিত হতে পারে বহুল আলোচিত এ মামলার রায়। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বিষয়টি।

আজ রাজধানীর বক্সীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এ ঘোষণা করা হবে এই মামলার রায়। বিএনপি চেয়ারপার্সন এবং দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মামলার প্রধান আসামি। এ মামলার রায় ঘোষোণার বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আজ দিনের প্রতি মুহুর্তের লাইভ আপডেট জানাচ্ছে ইংল্যান্ড ভিত্তিক বার্তা সংস্থা বিবিসি’র বাংলা সংস্করণ বিবিসি বাংলা। এশিয়া টাইমস “রায় ঘোষণায় প্রস্তুত বাংলাদেশ; সামনে নির্বাচন” শিরোনামে খবর প্রকাশ করে। ভারতের ইন্ডিয়া টাইমস লিখেছে “খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার দ্বারপ্রান্তে বাংলাদেশ”। “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা বাংলাদেশে” শিরোনাম করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্ডিয়া ট্যুডে লিখেছে যে, “রায়কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ঢাকায়”।

এছাড়াও চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া লিখেছে, “রাজধানীতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ”। পাকিস্তানের জিও টিভি তাদের অনলাইন সংস্করণে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা শিরোনাম করেছে “রায় ঘোষণার আগে নিজেকে নির্দোষ দাবি খালেদার”।

এর বাইরেও সংবাদ প্রকাশ করেছে এশিয়ান এজ, প্রেস টিভি, জি নিউজ, হিন্দুস্তান টাইমসসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম।       


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি